আগামী শিক্ষাবর্ষে একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023) হবে পুরো সিলেবাসেই। সিলেবাসে কোনও কাটছাঁট হবে না। বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশুনায় ব্যাহত হয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বিগত শিক্ষাবর্ষে সিলেবাসে কাটছাঁট করে একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। তবে করোনার প্রকোপ কিছুটা কমায় ইতিমধ্যে স্কুলগুলি খুলে গিয়েছে। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে যে, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই হবে। সিলেবাসে কোনও কাটছাঁট করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৩ সালের একাদশ ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.nic.in — তে মিলবে সেই পূর্ণাঙ্গ সিলেবাস। এছাড়া সংসদ জানিয়েছে, আগামী বছর প্রশ্নপত্রের ধরন কেমন হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।
আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। পুরনো নিয়মেই নেওয়া হবে পরীক্ষা। ২০২২ সালের মত হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে না।