অনেকেই কেরিয়ারের শুরু থেকে চিন্তাভাবনা করে থাকেন, সরকারি চাকরিই (Government Job) করবেন। সেই পরিকল্পনা করেই পড়াশোনা করেন। এবার সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এই রাজ্যে একাধিক পদে নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার (Central Government)। দেশের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একাধিক পদে লোক নেওয়া হবে।
মোট ৩০টি পদে নিয়োগ করা হবে।
ইয়ং প্রফেশনাল
এই শূন্যপদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
NHAI-এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর।
CLAT 2022-এর স্কোর ও ইন্টারিভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে NHAI। বিস্তারিত জানতে দেখুন https://nhai.gov.in/ এই ওয়েবসাইট।
এই পদে মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা
১১ অগাস্ট, ২০২২ থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ৯ সেপ্টেম্বর, ২০২২
দেশজুড়ে এই চাকরিতে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার