ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। রইল আবেদন পদ্ধতি।
পদের নাম
শিক্ষানবীশ
শূন্যপদ
৬৪টি।
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট যে কোনও বিষয়ে আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক স্টাইপেন্ড
অ্যাপ্রেন্টসশিপ আইন ১৯৬১ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টসশিপ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করে ফর্ম ডাউনলোড করে অফলাইনে পাঠিয়ে দিতে হবে।
আরও পড়ুন - একাধিক পদে নিয়োগ করবে IIT দিল্লি, উচ্চমাধ্যমিক পাস করলেই আবেদনের সুযোগ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin- 262310
আবেদনের শেষ তারিখ
৩০ মে ২০২৪।