মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল রাজ্য সরকারের দফতরে।
পদের নাম
হেল্পার, হাউজ কিপার, হাউজ ফাদার।
শূন্যপদ
১৬টি
শিক্ষাগত যোগ্যতা
হেল্পার এবং হাউজ কিপার পদে আবেদনের জন্য মাধ্যমিক এবং হাইজ ফাদার পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস করতে হবে।
মাসিক বেতন
হেল্পার এবং হাউজ কিপার পদে বেতন ১২ হাজার টাকা। হাইজ ফাদার পদে মাসিক বেতন ১৪ হাজার ৫৬৪ টাকা।
বয়সসীমা
হেল্পার এবং হাউজ কিপার পদে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর হাউজ ফাদারের পদে আবেদনের বয়স ২১ থেকে ৪০ বছর।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য recruitmentnorth24pgs.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১২ সেপ্টেম্বর ২০২৪।