একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। গ্রুপ সি, নন-গেজেটেড, মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা বিশদে জানতে www.dgqadefence.gov.in/recruitment -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিরক্ষা মন্ত্রকে মোট ২ জনকে নিয়োগ করবে কেন্দ্র
মাল্টি টাস্কিং স্টাফ-এসটি- এই পদে একজনকে নিয়োগ করা হবে। EWS পদে একজনকে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা চাকরি পেলেও ২ বছর প্রবেশন পিরিয়ডে থাকবেন।
দেশের যে কোনও প্রান্তেই নিয়োগ করতে পারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
যোগ্য প্রার্থীরা ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন পাবেন। সর্বাধিক বেতন ৫৬,৯০০ টাকা।
আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি পাস হতেই হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীকে সব নথি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।