নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন ওই পদগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।
মোট শূন্যপদ-
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে মোট ২৭৯ টি শূন্যপদ রয়েছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
ফিটার, ইলেকট্রিসিয়ান, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, মেকানিস্ট, টার্নার এবং ওয়েলডার পদে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ দিন-
২২ অগাস্ট থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবং ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলবে।
কীভাবে আবেদন-
npcilcareer.co.in-এই ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হয়েছে।
বয়সসীমা-
NPCIL-এ ২৭৯টি পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
কত টাকা করে স্টাইপেন্ড মিলবে?
লেবেল ৩ অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের ৩২ হাজার ৫৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
৫০ শতাংশ নম্বর সহ আবেদনকারীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে দু বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।