NRS Recruitment 2022: নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ, জানুন বিশদে

Updated : Dec 05, 2022 14:52
|
Editorji News Desk

ফের কর্মসংস্থানের সুযোগ রাজ্যে। এবার নিয়োগ করা হবে সরকারি হাসপাতালে। ব্লাড ব্যাঙ্কে (lab technician) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত (NRS Recruitment 2022) হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকে। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর। 

পদের নাম- ব্লাড ব্যাঙ্কে ল্যাব টেকনিশিয়ান 

শূন্যপদের সংখ্যা - মোট দু'টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

বেতন- এই পদের মাসিক বেতন ১৩ হাজার টাকা। 

বয়সসীমা- আগ্রহী প্রার্থীদের ১৮ বছর বয়স হতে হবে। আবেদন করা যাবে ৬০ বছর পর্যন্ত। 

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর নাম প্য়ারা-মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন। বিশেষত MS Office জানা জরুরি। 

অভিজ্ঞতা- আবেদনকারী ডিগ্রি প্রার্থীকে কমপক্ষে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা প্রার্থী হলে তাঁর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

আরও পড়ুন- কোলফিল্ডস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, বেতন মিলবে ৩১ হাজার টাকা

এছাড়াও ডিগ্রিপ্রাপ্তদের ব্লাড ব্যাঙ্কিংয়ে ন্যূনতম ছয় মাস ও ডিপ্লোমাপ্রাপ্তদের ন্যূনতম এক বছরের। 

আবেদন প্রক্রিয়া- আগ্রহী আবেদনকারীরা অফলাইনে স্পিড পোস্ট বা সরাসরি আবেদন জমা দিতে পারেন। 

 

NRSRecruitment NewsGovernment Job

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি