বদলে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (JEE Main) দিনক্ষণ। নোটিশ দিয়ে নতুন সময়সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। ১৬ এপ্রিলের পরিবর্তে এবার জেইই মেন(JEE Main 2022) শুরু হবে ২১ এপ্রিল থেকে।
এর আগে জানানো হয়েছিল জেইই মেন (JEE Main 2022) পরীক্ষা হবে ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২১ এপ্রিল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স হবে ২১, ২৪, ২৫ ও ২৯ এপ্রিল এবং ১ মে ও ৪ মে। এর মধ্যে ২৫ এপ্রিল উচ্চমাধ্যমিকের(HS Exam 2022) পরীক্ষাও আছে। তাই জেইই মেনের(JEE Main 2022) নয়া সূচির জন্য ফের বদল ঘটতে পারে উচ্চমাধ্যমিকের রুটিনে।
আরও পড়ুন- Higher Secondary 2022: JEE Main পরীক্ষার জেরে উচ্চমাধ্যমিকের সূচিতে বদল, বিস্তারিত জানুন
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে বলা হয়েছে, বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের (JEE Main Exam 2022) সূচিতে সংঘাত ঘটছে। তাই পরীক্ষা পিছনোর আর্জি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সময়সূচি(Exam Routine) বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দিন পরিবর্তনের ফলে প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2022) রুটিনে। কারণ ২৫ এপ্রিল একইসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স(JEE Main 2022) এবং উচ্চমাধ্যমিকের(Higher Secondary) পরীক্ষা রয়েছে। তাই আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদল করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।