ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছ। GATE 2023-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট তথ্য জেনে নিতে পারেন।
শূন্যপদ
এই পদে মোট ৪৯৫টি শূন্যপদ আছে।
ইলেকট্রিকাল ১২০
মেকানিকাল ২০০
ইন্সট্রুমেন্টার বা ইলেকট্রনিক্স ৮০
সিভিল ৩০
মাইনিং ৬৫
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম ৪ বছর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে
গেট ২০২৩ পরীক্ষার মাধ্যমে আবেদন করতে হবে। স্নাতকে কম করে ৬৫ শতাংশ নম্বর থাকলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বাধিক ২৭ বছর হতে হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির জন্য আবেদন ফি ৩০০ টাকা। সংরক্ষিত শ্রেণি ও মহিলাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
পে স্কেল
এই পদে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ৪০ হাজার টাকায সর্বাধিক বেতন হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
কীভাবে আবেদন
careers,ntpc.co.in -এই ওয়েবসাইটে গিয়ে সঠিক মেল আইডি ও ফোন নম্বর দিয়ে আবেদন করতে হবে।