উচ্চপদে কর্মী নিয়োগ করবে থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। মোট ৫০টি পদের জন্য নিয়োগ করা হবে। এগজিকিউটিভ, ট্রেনি, স্পেশালিস্ট, ইঞ্জিনিয়র, অ্য়াসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলিতে আবেদনকারীকে B.E অথবা B.Tech ডিগ্রিধারী হতে হবে।
মোট শূন্যপদ-
মোট ৫০টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এগজিকিউটিভ, ট্রেনি, স্পেশালিস্ট, ইঞ্জিনিয়র, অ্য়াসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে নিয়োগ।
কর্মস্থান-
দেশের যে কোনও রাজ্যের অফিসের জন্য উত্তীর্ণদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর।
বেতন-
যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা-
আবেদনকারীর সর্বাধিক বয়সসীমা থাকতে হবে ৩৫ বছরের মধ্যে।