Nurse Recruitment 2022: কেন্দ্রীয় সরকারের নার্সিং নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন ৪৫ হাজার

Updated : Nov 13, 2022 14:25
|
Editorji News Desk

জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন ও রিসার্চে নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মাধ্যমে এই নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৩৩টি। 

এই বিজ্ঞপ্তি অনুসারে, এই ৪৩৩ জনকে পুদুচেরিতে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর। পরীক্ষা নেওয়া হবে ১৮ ডিসেম্বর। কম্পিউটার টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে কলকাতাতে।

শিক্ষাগত যোগ্যতা -  

আবেদনকারী প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নার্সিং-এ বিএসসি পাশ হতে হবে। 

বেতন-

প্রতিমাসে ৪৪ হাজার ৯০০ টাকা

শূন্যপদ-

৪৩৩টি। এর মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য শূন্যপদ ১৭৫টি, ইডবলুএস প্রার্থীদের ৪৩টি, ওবিসি ১১৬টি, এসসি ৬৬টি, এসটি ৩৩টি।  

বয়স -

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ ডিসেম্বর ২০২২-র ভিত্তিতে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের তারিখ-

১ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। 

আবেদন প্রক্রিয়া-

ইচ্ছুক প্রার্থীরা jipmer.edu.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি-

সাধারণ, ইডবলুএস ওবিসি প্রার্থীদেরকে আবেদনের জন্য ফি ১৫০০ টাকা, এসসি ও এসটিদের জন্য ১২০০ টাকা জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না।

Recruitment Newsjob applicationcentral goverenment

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি