শনিবার থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করল নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti)।
জানা গিয়েছে, প্রার্থীদের আগামী ২২ জুলাই, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তাও নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। NVS প্রার্থীদের নির্বাচনের জন্য সারা দেশে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) লিখিত পরীক্ষা নেবে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউ রাউন্ডের জন্য ডাকা হবে। প্রিন্সিপাল পদের জন্য পরীক্ষা শুধুমাত্র দিল্লি এনসিআর-এ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- Recruitment 2022: সরকারি দফতরে ৯৯১টি শূন্যপদে নিয়োগ, দ্বাদশ উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন
সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ১৬১৬টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রিন্সিপাল- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েশন এবং বি.এড ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও ১৫ বছরের প্রিন্সিপাল বা শিক্ষক পদে কাজ করার অভিজ্ঞতা।
পিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের পিজি ইন্টিগ্রেটেড কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েশন এবং বি.এড ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
টিজিটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের পিজি ইন্টিগ্রেটেড কোর্স বা সমস্ত সংশ্লিষ্ট বিষয়ে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন অনার্স এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও 5৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রধারীরাও আবেদন করতে পারবেন, এক্ষেত্রে তাঁদের ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সঙ্গীত শিক্ষক- যে স্বীকৃত মিউজিক ইনস্টিটিউটে ৫ বছরের কোর্স বা মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
আর্ট শিক্ষক- ড্রইং/পেইন্টিং/স্কাল্পচার/গ্রাফিক আর্টস/ক্রাফটস ইত্যাদির যে কোনও একটি দ্বাদশ শ্রেণিতে থাকতে হবে এবং এগুলিতে ৪ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। অথবা আর্ট শিক্ষকদের ড্রইং/পেইন্টিং/স্কাল্পচার/গ্রাফিক আর্টস/ক্রাফটস ইত্যাদির যে কোনও একটি দশম শ্রেণিতে থাকতে হবে এবং এগুলিতে ৫ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
পিইটি- বিপিইডি-লাইব্রেরিয়ান- লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি/গ্র্যাজুয়েশন, ১ বছরের ডিপ্লোমা সহ থাকতে হবে।
প্রিন্সিপাল- সর্বোচ্চ ৫০ বছর
পিজিটি- সর্বোচ্চ ৪০ বছর
টিজিটি- সর্বোচ্চ ৩৫ বছর
সঙ্গীত শিক্ষক- সর্বোচ্চ ৩৫ বছর আর্ট শিক্ষক- সর্বোচ্চ ৩৫ বছর
পিইটি- সর্বোচ্চ ৩৫ বছর
লাইব্রেরিয়ান- সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীদের নির্বাচনের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য (লাইব্রেরিয়ান ছাড়া) ডাকা হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে নিয়োগ করা হবে।