ONGC Recruitment 2022: ৩৬টি শূন্যপদে নিয়োগের ঘোষণা ওএনজিসির, জেনে নিন কীভাবে করতে হবে আবেদন

Updated : Mar 29, 2022 17:07
|
Editorji News Desk

কোভিড পরিস্থিতি (Covid Scenario) স্বাভাবিক হতেই ঘুরছে অর্থনীতি। তৈরি হচ্ছে চাকরির সুযোগও। মোট ৩৬টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করল ওয়েল অ্য়ান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ওনজিসি (ONGC)। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বুধবার। জেনে নিন আবেদন করতে কী কী লাগবে।

ওএনজিসির আমেদাবাদ শাখা জানিয়েছে, সারফেস টিম ও ইঞ্জিনিয়ারিং সার্ভিসে মোট ৩৬ জন কর্মীনিয়োগ করা হবে। আবেদনকারীরা সরাসরি ওএনজিসির ওয়েবসাইট -ongcindia.com- এখানে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

শূন্যপদ

মোট ৩৬টি শূন্যপদের মধ্যে ১৪টি জুনিয়ার কনসালটেন্ট ও ২২টি অ্যাসোসিয়েট কনসালটেন্ট নেওয়া হবে এই পরীক্ষায়।

আবেদনের যোগ্যতা

সারফেস টিম প্রোডাকশন বিভাগে ই-৩ বা ই-৫ স্তরে অবসরপ্রাপ্ত ওএনজিসির আধিকারিকরা দুটি বিভাগেই আবেদন করতে পারবেন। তবে তাদের সারফেস ইনস্টল করার দক্ষতা থাকতে হবে।

সারফেস টিম ইলেকট্রিকাল বিভাগে জুনিয়ার ও অ্যাসোসিয়েট পদে অবসরপ্রাপ্ত ওনএনজিসির আধিকারিকরা আবেদন করতে পারেন। তবে ইলেকট্রিকাল সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে।

ইঞ্জিরিয়ারিং বিভাগেও আবেদন করতে পারবেন ওনজিসির আধিকারিকরা। তাদের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে লাইভ চলাকালীন বন্দুক নিয়ে খেলা, হঠাৎই চলল গুলি, মৃত দুই বোন

বেতন

ই-৪ ও ই-৫ স্তরের অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদের বেতন ৬৬ হাজার টাকা। এছাড়া যোগাযোগের পরিষেবার জন্য ২০০০ টাকা দেওয়া হবে।

ই-৩ স্তর অবধি জুনিয়র কনসালটেন্টদের বেতন ৪০ হাজার টাকা। এছাড়া ফোনে ইনভয়েসের মাধ্যমে যোগাযোগ বাবদ ২০০০ টাকা দেওয়া হবে।

বয়সসীমা

আবেদনকারীকে অবশ্যই ৬৫ বছরের কমবয়সী হতে হবে

কীভাবে আবেদন

আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের আবেদনের একটি স্ক্যান করা কপি স্বাক্ষর করে HARGAVA_VIKAS@ONGC.CO.IN এই ইমেইল অ্যাড্রেসে পাঠাতে হবে।

RecruitmentONGC

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি