অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে অয়েল অ্য়ান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওই পদগুলিতে নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য।
মোট শূন্যপদ-
ONGC-তে নিয়োগ করা হবে ২২৩৬-কে।
শিক্ষাগত যোগ্যতা-
যাঁরা আবেদন করবেন তাঁদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে। BA, BCom, BBA, BE, BTech-উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ দিন-
২৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। এবং ফল প্রকাশ ১৫ নভেম্বর ২০২৪
কীভাবে আবেদন?
ONGC-র নিজস্ব ওয়েবসাইটে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল ongc.co.in।
বয়সসীমা-
আবেদনকারীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর থাকতে হবে।
স্টাইপেন্ড-
যাঁদের নিয়োগ করা হবে তাঁদের মধ্যে গ্রাজুয়েট অ্য়াপ্রেন্টিসদের মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও ডিপ্লোমা অ্য়াপ্রেন্টিস, ট্রেড অ্য়াপ্রেসন্টিসরা যথাক্রমে ৮০৫০, ৭০০০ টাকা করে পাবেন।
কীভাবে নিয়োগ?
নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং সেই অনুযায়ী নিয়োগ করা হবে।