এবার নিয়োগের বিজ্ঞপ্তি ওয়েল এন্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন (ONGC) লিমিটেডে।
পদের নাম
শিক্ষানবিশ
শূন্যপদ
২৫০০টি
শিক্ষাগত যোগ্যতা
ট্রেড, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট শিক্ষানবীশদের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক। স্নাতক শিক্ষানবিশ দের B.A, B.Com, B.Sc, B.B.A, B.E., B.Tech ডিগ্রী থাকা আবশ্যক।
আরও পড়ুন - মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরি, বেতন প্রায় ২২ হাজার
মাসিক স্টাইপেন্ড
স্নাতকদের মাসিক ৯০০০ টাকা, ডিপ্লোমার ক্ষেত্রে মাসিক ৮০০০ টাকা, ট্রেডের ক্ষেত্রে মাসিক ৭০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে (www.apprenticeshipindia.gov.in) মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের।