একাধিক পদে ফের কর্মী নিয়োগ করবে ONGC। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে। থাকছে, মেকানিকাল, পরিবেশ, জলাধার ও অন্য পদে বিশেষজ্ঞ, রসায়নবিদ, ভূতত্ত্ববিদ, পরিবহণ বিভাগীয় অফিসার। GATE ২০২২ পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- এই পদে মোট ৬৪১ জন কর্মী নিয়োগ করবে ONGC। এছাড়া মোট ৮৭১ পদে কর্মীনিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোস্তর পাশ থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের পিজি ডিপ্লোমা থাকলেও হবে। নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতকোস্তর বা এমসিএ পাশ করলেও আবেদন করতে পারবেন।
আবেদন ফি
জেনারেল বা ওবিসি বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০ টাকা। সংরক্ষিত শ্রেণি ও অবসরপ্রাপ্ত কর্মীদের আবেদন মূল্য লাগবে না।
বেতন
এই কাজে বেসিক পে-স্কেল ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা। বেসিকের পাশাপাশে বার্ষিক বেতন বৃদ্ধি হবে ৩ শতাংশ। ৩৫ শতাংশ কেন্দ্রীয় সরকারের ভাতা থাকবে। এছাড়া থাকবে একাধিক কেন্দ্রীয় সরকারি চাকরির সুবিধা।
কীভাবে আবেদন
www.ongcindia.com-এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একজন চাকরিপ্রার্থী সর্বাধিক তিনটি পদে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন
২২ সেপ্টেম্বর থেকে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ১২ অক্টোবর ২০২২।