ONGC-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অ্য়াসোসিয়েট কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। অর্থাৎ অবসরের পরেও যোগ্যতা থাকলে, এই পদে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
শূন্যপদ
মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
অ্যাসোসিয়েট কনসালট্যান্ট
বয়সসীমা
আগ্রহী আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আবেদন করতে পারবেন।
বেতন
এই পদের জন্য মাসিক বেতন ৪২ হাজার টাকা। সঙ্গে আরও সুবিধা থাকবে।
আবেদন পদ্ধতি
অফলাইনেই আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর তথ্য সহকারে যোগ্যতার প্রমাণ, সচিত্র পরিচয়প্তর, অন্যান্য কাগজপ্তর একটি পিডিএফ ফাইলে অ্য়াটাচ করতে হবে। এরপর তা ইমেইল অ্যাডেসে পাঠাতে হবে। মেলের ঠিকানা, agtws@ongc.com
কীভাবে নিয়োগ
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের শেষ দিন ২০ জুন ২০২৩