অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ২ হাজারের বেশি শূন্য়পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI পাস করলেই অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন। রাজ্যের যে কোনও জেলা থেকে পুরুষ-মহিলারা আবেদন করতে পারবেন।
শূন্যপদ
সেন্ট্রাল সেক্টরের অধীনে এই রাজ্যের কলকাতা ওয়ার্ক সেন্টারে ৩২জনকে নিয়োগ করা হবে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ১২টি, কম্পিউটার অপারেটর ও প্রোগামিং অ্য়াসিস্ট্যান্ট পদে ১০টি শূন্যপদ আছে। এছাড়া ফিটার পদে ২জন, মেকানিক ডিজেল পদে ২জন ও ফায়ার সেফটি টেকনিশিয়ান পদে ৬জনকে নিয়োগ করা হবে।
যোগ্যতা
এই সেক্টরে আবেদন করতে গেলে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এছাড়া অন্য পদগুলিতে ITI পাস করা থাকতে হবে।
স্টাইপেন্ড
এই পদগুলিতে সর্বনিম্ন স্টাইপেন্ড মাসিক ৭০০০ টাকা। সর্বোচ্চ স্টাইপেন্ড ৯০০০ টাকা।
কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। apprenticeshipindia.gov.in- এই সাইটে গিয়ে রেজিস্টার করে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ দিন
অনলাইনে আবেদন জমা নেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর, ২০২৪।