শিক্ষক-অশিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতেই দুর্নীতি রুখতে শিক্ষক নিয়োগের কাঠামো বদলের প্রস্তাব এসএসসির। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এদিন জানান, শিক্ষা দফতরের কাছে নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলেও জানান এসএসসি চেয়ারম্যান। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত পরীক্ষার্থীদের নম্বরে তারতম্যের ক্ষেত্রে এই বিষয়টি কাজে আসবে বলেই মত সিদ্ধার্থবাবুর।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন দুর্নীতি রুখতে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগ বিধিতে বদল আসবে। তবে এদিন এসএসসি চেয়ারম্যান জানান, আপাতত নবম-দশমের শিক্ষক নিয়োগে এই নিয়ম আনতে চান তাঁরা। পরবর্তীতে মন্ত্রিসভার ছাড়পত্র পেলে নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নয়া বিধি প্রকাশ করবে কমিশন।
আরও পড়ুন- Mamata Banerjee: মা-মাটি-মানুষের নামে জগন্নাথ মন্দিরে পুজো, বাংলা নিবাসের জমি পরিদর্শন মুখ্যমন্ত্রীর