শনিবার থেকে উধাও হয়ে গিয়েছে গ্রাহকদের পছন্দের একাধিক চ্যানেল (Pay Channel Disappear)। এরপর প্রায় দু'দিন কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। এখনও নিজের পছন্দের চ্যানেল দেখতে পাচ্ছেন না দর্শকরা। কেন টিভি (TV) থেকে উধাও হয়ে গিয়েছে চ্যানেল? এবার তা ব্যাখ্যা করল এমএসওদের (MSO) সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন।
জানানো হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) নতুন মাশুল নীতি কার্যকর করা হয়েছে। যার জেরে এমএসও-দের সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় চ্যানেলগুলির মালিকপক্ষ। যে চুক্তিতে অবান্তর ভাবে জনপ্রিয় চ্যানেলগুলির দাম বাড়ানো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে চ্যানেলগুলির দাম ১৫০ থেকে ৪০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, মালিকপক্ষ নিজেদের ঠিক করে দেওয়া দামেই চ্যানেল চালাতে বাধ্য করছে এমএসও এবং কেবল অপারেটরদের। সেই দাবি মেনে নেওয়া হয়নি। সেই কারণেই দেশ জুড়ে একাধিক পে চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- চুক্তি জটে জেরবার! টিভি থেকে উধাও একাধিক চ্যানেল
এমএসও এবং কেবল অপারেটরদের আরও অভিযোগ, এই চুক্তি মেনে নিলে টিভি দেখার খরচ বেড়ে যাবে। গ্রাহকরা বিকল্প বিনোদন খুঁজে নেবেন। এর ফলে এমএসওদের ব্যবসা মার খাবে। এমনকি ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় স্তরের কেবল অপারেটারদের ব্যবসা।