পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ। একাধিক পদে নিয়োগ করা হবে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য।
মোট শূন্যপদ-
PGCIL-এ মোট শূন্যপদ ৩৮টি। উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলে সংস্থার বিভিন্ন প্রকল্পে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভে ইঞ্জিনিয়ারিং), সার্ভেয়ার, ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা-
ওই তিনটি পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা থাকতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
মাসিক বেতন-
উত্তীর্ণ প্রার্থীদের সর্বনিম্ন বেতন ২২ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ১৮ হাজার টাকা। কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা-র উপর বেতনের তারতম্য হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলিতে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। PGCIL এর ওয়েবসাইটে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য দেওয়া আছে।
আবেদন ফি-
জুনিয়র ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান পদে আবেদন ফি রাখা হয়েছে যথাক্রমে ৩০০ টাকা এবং ২০০টাকা ।
আবেদনের শেষ তারিখ-
২৯ অগাস্টের মধ্যে আবেদন জমা করতে হবে।
কীভাবে আবেদন?
ওই তিনটি পোস্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।