পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। ১০২৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। ৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। মার্চ অথবা এপ্রিলে পরীক্ষা আয়োজন করা হবে।
শূন্যপদ
১০০০ জন অফিসার পদে নিয়োগ করা হবে। ফরেক্স ম্যানেজার পদে ১৫ জন, সাইবার সিকিউরিটি পদে ৫ জন।ম্যানেজার পদে ও সিনিয়র ম্যানেজার পদেও ৫ জন করে নিয়োগ করা হবে।
বেতন
এই পদগুলিতে ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা। সর্বাধিক বেতন ৭৮,২৩০ টাকা।
বয়সসীমা
ক্রেডিট অফিসার পদে আবেদনের ন্যূনতম বয়স ২১ বছর। সর্বাধিক বয়স ২৮। ফরেক্স ম্যানেজার পদে আবেদন করতে হবে সর্বনিম্ন ২৫ বছর ও সর্বাধিক ৩৫ বছর হতে পারে। সিনিয়র ম্যানেজার পদে আবেদনের সর্বাধিক বয়স ৩৮ বছর।
কীভাবে নিয়োগ
অনলাইন লিখিত পরীক্ষা হবে। পাস করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
কীভাবে আবেদন
www.pnbindia.in -এই সাইটে যেতে হবে। রিক্রুটমেন্ট বা কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।