মঙ্গলবার থেকেই শুরু এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকেই রাজ্যের মোট ২৩৪৯টি পরীক্ষাকেন্দ্রে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এদিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে কার্যত 'অগ্নিপরীক্ষা' দিতে হল পরীক্ষার্থীদের। অসৎ উপায় অবলম্বনের চেষ্টা থেকে পরীক্ষার্থীদের বিরত করতে পকেট হাতড়ে তল্লাশি নিলেন পুলিশকর্মীরা। বাদ যাননি ছাত্রীরাও। তাঁদেরও ব্যাগ খুলে তল্লাশি নেন মহিলা পুলিশ। তাছাড়া প্রশ্নফাঁস সংক্রান্ত যাবতীয় ঝুঁকি এড়াতে এবার আরও তৎপর হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
শুক্রবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে রাজ্যের প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়। প্রত্যেকটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হবে। ব্যাগেও তল্লাশি নেওয়ার কথা জানানো হয়। যদি কেউ মোবাইল নিয়ে প্রবেশ করে, তা ধরে ফেলবে আরএফডি।
সংসদ আরও জানায়, পরীক্ষাকেন্দ্রে কোনও ফোন পাওয়া গেলে, সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভবিষ্যতে সেই পরীক্ষার্থ আর কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।