দেশজুড়ে কর্মসংস্থানের অভাব। কিন্তু এর মাঝেই রাজ্যে চাকরির দারুণ সুযোগ। পোর্ট ট্রাস্টের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে।
Port Trust Recruitment 2022: পদের নাম-
জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
Port Trust Recruitment 2022: শূন্যপদের সংখ্যা-
৬ টি পদের জন্য নিয়োগ করা হবে।
Port Trust Recruitment 2022: বেতন-
মাসিক বেতন মিলবে ২৭,৬০০ টাকা।
Port Trust Recruitment 2022: নিয়োগস্থল-
কলকাতায় নিয়োগ করা হবে প্রার্থীদের।
Port Trust Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীদের দশম শ্রেণি পাস করতে হবে। স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে আবেদনকারীদের।
Port Trust Recruitment 2022: বয়সসীমা-
২২ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সে নির্দিষ্ট ছাড় থাকবে।
Port Trust Recruitment 2022: আবেদনমূল্য-
আবেদনের জন্য কোনও টাকা লাগবে না।
Port Trust Recruitment 2022: নির্বাচন পদ্ধতি-
ইন্টারভিউয়ের মাধ্যমে করা যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
Port Trust Recruitment 2022: আবেদন পদ্ধতি-
অফলাইনে প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র।
Port Trust Recruitment 2022: ঠিকানা-
The Cheif Mechanical Engineer, Syama Prasad Mookerjee Port, Kolkata, Mechanical & Electrical Enginerring Department, 8 Garden Reach Road, Kolkata- 700043
Port Trust Recruitment 2022: আবেদনের তারিখ-
২২ নভেম্বরের মধ্যেই আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।