মাধ্যমিক পাসেই সরকারি চাকরির সুযোগ ভারতীয় ডাক বিভাগে। গোটা দেশজুড়ে ১২৮২৮টি পদে নিয়োগ চলবে। প্রথমে ১১ জুন অবধি ধার্য করা হয়েছিল আবেদনের শেষ দিন। সম্প্রতি তা বাড়িয়ে করা হয়েছে ২৩ জুন। জেনে নিন চাকরি সম্পর্কে বিস্তারিত।
পদের নাম: গ্রামীণ ডাক সেবক
মোট শূন্যপদ: ১২,৮৮২
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত কোনও বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস
বয়স: ১৮ থেকে ৪০ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য: মাত্র ১০০ টাকা , মহিলা SC/ST/PwD এর কোনও মূল্য লাগবে না।
নির্বাচন পদ্ধতি : মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই বেঁচে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
Bhangar News: শুক্রবার সকালেও থমথমে এলাকা, ভাঙড়ে উদ্ধার তাজা বোমা ভর্তি ৭টি ব্যাগ
আবেদন পদ্ধতি: আবেদনকারীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।