চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট ৮০০ টি শূন্যপদে নিয়োগ চলবে।
ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।
এর মধ্যে ফিল্ড ইঞ্জিনিয়ারে- ইলেক্ট্রিক্যাল / ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/আইটি পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ফিল্ড সুপারভাইজার – ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে করা নিয়োগ করা হবে।
স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উপরোক্ত বিষয়ে B.E/ B.Tech/B.Sc করতে হবে।
পদ অনুযায়ী ২৩ হাজার থেকে শুরু করে মাসিক বেতন ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
www.powergrid.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২১ নভেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২২।
ইঞ্জিনিয়ার পদে আবেদন ফি ৪০০ টাকা। ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করতে লাগবে ৩০০ টাকা।
স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যপ্রার্থীদের নিয়োগ করা হবে।