রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান স্ট্য়াটিসটিক্যাল ইনস্টিটিউট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোটা টাকা বেতনের সুযোগ রয়েছে। মেল মারফত আবেদন করা যাবে। প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে আবেদনের সুযোগ রয়েছে।
ISI Kolkata Recruitment: শূন্যপদ-
দুটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ISI Kolkata Recruitment: শিক্ষাগত যোগ্যতা-
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিই-বিটেক-এমসিএ-এমএসসি পাশ করতে হবে।
ISI Kolkata Recruitment: বয়স-
প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
ISI Kolkata Recruitment: আবেদন পদ্ধতি-
আবেদন জানাতে মেল করতে হবে isi.dbase@gmail.com-এই ঠিকানায়।
ISI Kolkata Recruitment: বেতন-
মাস গেলে বেতন মিলবে ২৭ থেকে ৩২ হাজার টাকা।
ISI Kolkata Recruitment: তারিখ-
আবেদনের শেষ তারিখ ৮ মে।