রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের সুযোগ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে।
পদের নাম
হস্টেল সুপারেন্টেন্ডেন্ট
শূন্যপদ
৪টি
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকারীর প্রার্থীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাস করতে হবে। একই সঙ্গে প্রার্থীকে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন
এই পদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা।
বয়সসীমা
এই পদে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি
rbu.ac.in/home/requitmentall - এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় নথি-সহ বিশ্ববিদ্যালয়ে জমা করতে হবে।
আবেদন ফি
এই পদে সংরক্ষিত প্রার্থীদের ২৫০ টাকা আর সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা ফি জমা করতে হবে।
আবেদন করার ঠিকানা
The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700 050
আবেদনের শেষ তারিখ
৯ অগাস্ট ২০২৪।