CBT-2 পরীক্ষার তারিখ ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে মোট ৩৫ হাজার ২৮১ শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি হবে। পরীক্ষায় বসবেন প্রায় ১ কোটি ২৬ লক্ষ পরীক্ষার্থী।
জেনে নিন এই পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
গত ১২ জানুয়ারি যে সাম্প্রতিক বিজ্ঞপ্তি জারি করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারপর শূন্যপদের সংখ্যার সংশোধন করা হয়। এর আগে, মোট ৩৫ হাজার ২০৮'টি শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছিল।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার বেসড টেস্ট CBT 1-এ পে-লেভেল ৪ এবং ৬-এ কৃতকার্য প্রার্থীদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজিত হবে ৯ মে এবং ১০ মে।
প্রথম ধাপের অনলাইন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা rrbcdg.gov.in ওয়েবসাইট থেকে NTPC CBT 2-এর সম্পূর্ণ পরীক্ষাপঞ্জি ডাউনলোড করতে পারবেন।
2020-র ডিসেম্বর থেকে 2021-এর জুলাই পর্যন্ত NTPC CBT 1 আয়োজন করেছিল রেলওয়ে বোর্ড। মোট ৭ দফায় হয়েছিল সেই পরীক্ষা।
এই পরীক্ষায় বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তা হলঃ
১) দ্বাদশ শ্রেণী অথবা তার সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ জুলাই ২০১৯ সালের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে হতে হবে।
২) স্নাতক অথবা তার সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে এবং ১ জুলাই ২০১৯ এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।