সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন কে না দেখে? যদিও চাকরির বাজার এখন 'সোনার পাথরবাটি'। এবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল সেন্ট্রাল রেল (Central Rail)। দেশের অন্যতম সুরক্ষিত ক্ষেত্র রেল। এবার এই সংস্থাতেই অ্যাপ্রেন্টিস পদে চলছে নিয়োগ। জেনে নিন নিয়োগ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য৷
আরও পড়ুন : বিয়ের মরসুমে স্বস্তি! শুক্রবারেও পতন সোনার দামে, দর কত যাচ্ছে জানেন?
৫০% পেয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
চলতি মাসের ১৫ তারিখ থেকে আগামী বছর ১৫ ই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
১৫-২৪ এর মধ্যে বয়স হলে আগ্রহীরা আবেদন করতে পারবেন
মুম্বই, পুনে, নাগপুর, ভুসাওয়াল, সোলাপুরে হবে নিয়োগ।
rrccr.com ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ১০০ টাকা আবেদন মূল্য। ইন্টারনেট ব্যাঙ্কিং-য়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।