ট্রেড অ্য়াপ্রেন্টিস নিয়োগ করবে পূর্ব মধ্য রেলওয়ে। মোট ১৮৩২টি পদে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশ করেছে রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ড।
পদের নাম
পূর্ব মধ্য রেলের ট্রেড অ্য়াপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতা-
কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতূল পরীক্ষায় পাস করে থাকতে হবে।
বয়স-
১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ১৫ বছর। এবং সর্বোচ্চ ২৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি
ট্রেড অ্য়াপ্রেন্টিসের জন্য আবেদন ফি রাখা হয়েছে ১০০ টাকা। তবে তপশিলি জাতি ও উপজাতির জন্য কোনও টাকা লাগবে না।
স্টাইপেন্ড
ট্রেড অ্য়াপ্রেন্টিস হিসেবে যাঁদের নিয়োগ করা হবে রেলের তরফে তাঁদের নির্ধারিত স্টাইপেন্ড দেওয়া হবে। তবে কত টাকা করে দেওয়া হবে সেবিষয়ে কিছু জানানো হয়নি।
আবেদন কীভাবে?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েব অ্য়াড্রেসটি হল www.rrcecr.gov.in.