অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫ জুলাই শুক্রবার থেকে অগ্নিবীর এসএসআর পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পদের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা বিবেচ্য। জন্ম তারিখ ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল ২০০৫ হতে হবে। আবেদন করার ওয়েবসাইট joinindiannavy.gov.in । ওয়েবসাইটে “Current opportunities”-এ ক্লিক করুন। নাম নথিভুক্ত করে লগইন করুন। এসএসআর পদের লিঙ্কে ক্লিক করুন। আবেদনপত্র পূরণ করে ফি জমা দিন। মোট শূন্য পদের সংখ্যা ২৮০০টি। মহিলাদের জন্য শূন্যপদ ৫৬০টি। উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা বিজ্ঞান নিয়ে পাশ করতে হবে।আবেদনের ফি ২৫০ টাকা । ২২ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে । প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা ও মেডিক্যাল টেস্ট হবে। নভেম্বর থেকে আইএনএস চিল্কাতে প্রশিক্ষণ শুরু