চাকরির আকালের মধ্যে মাঝেমাঝে ভালো খবর থাকে বইকি! তৈরি হয় যুবসমাজের মধ্যে নতুন আশা। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ রয়েছে।
CISF Constable Recruitment 2022: শূন্যপদ-
৭৮৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
CISF Constable Recruitment 2022: যোগ্যতা-
আবেদনকারীদের ন্যুনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।
CISF Constable Recruitment 2022: বয়স-
আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
CISF Constable Recruitment 2022: বেতন-
মাসান্তে বেতন মিলবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
CISF Constable Recruitment 2022: সময়সীমা-
আবেদনের সময়সীমা ধার্য হয়েছে ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।