নতুন বছরেই নয়া চাকরির হদিশ দিল এডিটরজি বাংলা(Editorji Bangla Job News)। এবার ওয়াক-ইন-ইন্টারভিউয়ের(ISI Walk-In-Interview) মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ISI কলকাতা। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)-এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রজেক্ট সম্পর্কিত কাজের জন্য কর্মী নিয়োগ হবে বলেই খবর।
ISI Kolkata Recruitment: শূন্যপদ-
মোট ২টি পদে কর্মী নিয়োগ করা হবে।
ISI Kolkata Recruitment: যোগ্যতা-
কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে CSE বা IT বা ECE বা EEE-তে প্রার্থীদের M.E বা M.Tech করতে হবে। তবে আবেদনকারী M.Sc করলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ISI Kolkata Recruitment: বেতন-
মাসিক বেতন মিলবে ২৮,ooo টাকা থেকে ৩৬,ooo টাকা।
ISI Kolkata Recruitment: বয়স-
২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী প্রার্থীদের বয়স হবে অনধিক ৩৫ বছর।
ISI Kolkata Recruitment: আবেদন ফি-
এই পদে আবেদনের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
ISI Kolkata Recruitment: আবেদন পদ্ধতি-
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ISI। আগ্রহী প্রার্থীদের ১০ জানুয়ারি সেখানকার কম্পিউটার অ্য়ান্ড কমিউনিকেশন সায়েন্সেস বিভাগে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।