জুনিয়র সাবওর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে নিয়োগ করা হবে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য।
কারা নিয়োগ করবে?
গুজরাত সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল ল্যাবরেটরি টেকনিসিয়ান,ল্যাবরেটরি অ্য়াসিস্ট্যান্ট, সায়েন্টেফিক অ্য়াসিস্ট্যান্ট, অ্য়াসিস্ট্যান্ট এক্সামিনার, সিনিয়র এক্সপার্ট, জুনিয়র এক্সপার্ট, সার্চার, পুলিশ ফটোগ্রাফার পদে নিয়োগ করা হবে।
কতগুলি শূন্যপদ রয়েছে?
মোট ২২১টি শূন্যপদ রয়েছে।
কত দিন পর্যন্ত আবেদন করা যাবে?
১৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ওই পদগুলির জন্য আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করা যাবে?
gsssb.gujarat.gov.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।
শিক্ষাগত যোগ্যতা-
পুলিশ ফটোগ্রাফার ছাড়া বাকি পদগুলির জন্য আবেদনকারীদের কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং পুলিশ ফটোগ্রাফার পদের জন্য কমপক্ষে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।