যাঁরা একটা সরকারি চাকরির(Govt. Jobs) জন্য অপেক্ষায় থাকেন, তাঁদের জন্য এবার সুখবর। এবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কল্যাণী (AIIMS Kalyani)-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফলে চাকরির এই মন্দার বাজারেও সুখবর পেলেন চাকরিপ্রার্থীরা।
Kalyani AIIMS Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি থাকতে হবে এমডি, ডিএনবি, এমএস ডিগ্রিও।
Kalyani AIIMS Recruitment 2022: বয়সসীমা-
২০২২ সালের ১ জুলাই অনুযায়ী ৪৫ বছর বয়স হলে আবেদন করা যাবে।
Kalyani AIIMS Recruitment 2022: আবেদন ফি-
জেনারেল-ওবিসি-অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রার্থীদের জন্য লাগবে ১০০০ টাকা। তবে এসসি-এসটি প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
Kalyani AIIMS Recruitment 2022: নিয়োগ পদ্ধতি-
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বাছা হবে যোগ্য প্রার্থী।
Kalyani AIIMS Recruitment 2022: ঠিকানা-
সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ প্রার্থীদের উপস্থিত থাকতে হবে এই ঠিকানায়- Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245
Kalyani AIIMS Recruitment 2022: তারিখ-
ইন্টারভিউয়ের দিন ধার্য হয়েছে ১৭ ডিসেম্বর।