এই মুহূর্তে বাজারে সরকারি চাকরির আকাল। একটা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছে শিক্ষিত বেকাররা। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন(KMC Recruitment 2022)। সেখানে স্পেশ্যালিস্ট ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে বলেই খবর। ওয়াক-ইন-ইন্টারভিউয়েরKMC Walk-in-Interview) সুযোগ থাকায় আলাদা করে আবেদন করতে হবে না।
KMC Recruitment 2022: শূন্যপদ-
মোট ৭টি শূন্যপদে নিয়োগ হবে বলেই খবর।
KMC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের এমবিবিএস এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
KMC Recruitment 2022: বয়স-
২০২২ সালের ১ নভেম্বর অনুযায়ী, প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
KMC Recruitment 2022: বেতন-
স্পেশ্যালিস্ট পদে মাসিক বেতন ৭০ হাজার টাকা।
মেডিক্যাল অফিসার পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা।
KMC Recruitment 2022: আবেদন ফি-
পদগুলিতে আবেদনের জন্য কোনওরকম ফি দিতে হবে না।
KMC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি-
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীকে বেছে নেওয়া হবে।
KMC Recruitment 2022: ইন্টারভিউয়ের স্থান-
Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata-700013
KMC Recruitment 2022: তারিখ-
৬ ডিসেম্বর।