নতুন বছরে নতুন চাকরির খবর দিল এডিটিরজি বাংলা(Editorji Bangla Job News) মহানদী কোলফিল্ডস লিমিটেডের (Mahanadi Coalfields Limited) তরফে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। জুনিয়র ওভারম্যান, মাইনিং সরদার সহ একাধিক পদে হবে নিয়োগ।
MCL Recruitment 2023: শূন্যপদ-
২৯৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে বলেই খবর।
MCL Recruitment 2023: বয়স-
প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের বয়সে নির্দিষ্ট ছাড় রয়েছে।
MCL Recruitment 2023: আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীদের mahanadicoal.in এ আবেদনপত্র পাঠাতে হবে। কম্পিউটারভিত্তিক পরীক্ষার(CBT) মাধ্যমে প্রার্থী বাছাই হবে। তবে এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ নেওয়া হবে না।
MCL Recruitment 2023: আবেদন ফি-
আবেদন ফি লাগবে ১ হাজার টাকা। এর সঙ্গে লাগবে ১৮০ টাকা জিএসটি। তবে সংরক্ষিত, মহিলা প্রার্থী এবং কোল ইন্ডিয়ার কর্মীদের কোনও আবেদন ফি লাগবে না।
MCL Recruitment 2023: বেতন-
বিভিন্ন পদে বেতন হিসেবে মিলবে ৩১,৮৫২ টাকা থেকে ৩৪,৩৯১ টাকা।
MCL Recruitment 2023: তারিখ-
এখানে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি।