রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আসল। এবার রূপশ্রী প্রকল্পের কাজের জন্য নেওয়া হবে লোক। তবে এই চাকরির নিয়োগ হবে পুরুলিয়া জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে ।
রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ।
৩ টি
এই কাজে মাসের শেষে হাতে মিলবে ১৫ হাজার টাকা।
কমার্সে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটারে MS. Office সম্পর্কে জ্ঞান থাকতে হবে। স্পিড শীট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ এর কাজের জ্ঞান থাকতে হবে।
পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট (purulia.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ৫০ এ লিখিত, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, এবং ১০ নম্বর মৌখিক।
৩০ শে ডিসেম্বর আবেদনের শেষ দিন।