বিমান সেবিকা হওয়ার স্বপ্ন দেখছেন? আকাশে উড়তে চান ? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। টাটা গ্ৰুপের অন্তর্গত এয়ার ইন্ডিয়ায় চলছে নিয়োগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিয়োগ হবে কেবিন ক্রুতে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে দেখতে পারেন এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট।
আরও পড়ুন : Repo Rate: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, EMI বাড়ার সম্ভাবনা
জানানো হয়েছে কোনও লেখা পরীক্ষা নয়, ইচ্ছুক প্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। কলকাতাতেই নেওয়া হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের তারিখ আগামী ১৫ ই ডিসেম্বর। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ চলবে।
ফ্রেশাররা ১৮ থেকে ২৭ বছর অবধি আবেদন করতে পারবেন, অভিজ্ঞ হলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মহিলা প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর নিয়ে ১২ ক্লাস পাশ করেত হবে। ইংরেজি ও হিন্দি বলায় সাবলীল হতে হবে।
ইউনিফর্ম পরা অবস্থায় কোনও ট্যাটু দেখা গেলে চলবে না। উচ্চতা হতে হবে ১৫৫ সেমি। মহিলা প্রার্থীদের ওয়েস্টার্ন ফর্মাল পোষাক পরে ইন্টারভিউতে আসতে হবে।