বর্তমানে চাকরির বাজারে খরা চলছে। একটা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন শিক্ষিত বেকাররা। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এনে দিল সীমান্ত রক্ষী বাহিনীর(BSF Recruitment 2022) একটি বিজ্ঞপ্তি। বিএসএফের বিভিন্ন শাখায় হেড কনস্টেবল পদে(BSF Head Constable Recruitment 2022) নিয়োগের বিজ্ঞপ্তিতে শিক্ষিত বেকারদের মধ্যে এখন খুশির হাওয়া। তবে শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ রয়েছে।
BSF Recruitment 2022: শূন্যপদ-
মোট ২৫৪টি শূন্যপদে হবে নিয়োগ।
BSF Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
সরকারি স্বীকৃত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি, ডিপ্লোমা বা আইটিআই পাশ করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
BSF Recruitment 2022: বয়স-
প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫২ বছর।
BSF Recruitment 2022: বেতন-
২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
BSF Recruitment 2022: তারিখ-
৩ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।