এই মুহূর্তে বাজারে সরকারি চাকরির আকাল। একটা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন শিক্ষিত বেকাররা। এবার সেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল কোলফিল্ডস লিমিটেড(Coalfields Ltd Recruitment 2022)। সেখানে গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগ করা হবে বলেই খবর।
ECL Recruitment 2022: শূন্যপদ-
মাইনিং সর্দার হিসেবে মোট ৩৭৪ টি পদে নিয়োগ হবে।
ECL Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি থাকতে হবে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি। ওভারম্যান, গ্যাস টেস্টিং ও এইড সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
ECL Recruitment 2022: বেতন-
মাসিক বেতন ৩১,৮৫২ টাকা।
ECL Recruitment 2022: বয়স-
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
ECL Recruitment 2022: তারিখ-
১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
ECL Recruitment 2022: আবেদনমূল্য-
সাধারণ এবং ওবিসি প্রার্থীদের আবেদনমূল্য ১ হাজার টাকা। তবে সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।