যাঁরা একটা কেন্দ্রীয় সরকারি চাকরির(Central Govt. Jobs) জন্য অপেক্ষায় থাকেন, তাঁদের জন্য এবার সুখবর। চাকরির এই মন্দার বাজারেও নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর -পূর্ব সীমান্ত রেলওয়ে(North-East Railway Recruitment 2022)। স্কাউট ও গাইড কোটা লেভেল-১ এবং ২ পদে নিয়োগ করা হবে বলেই খবর।
North-East Railway Recruitment: শূন্যপদ-
মোট ১০ টি শূন্যপদে নিয়োগ হবে।
North-East Railway Recruitment: শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে আবেদনের সুযোগ। তবে আইটি কোর্স করা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
North-East Railway Recruitment: বয়স-
প্রার্থীর বয়স হবে ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিতদের নির্দিষ্ট ছাড় রয়েছে।
North-East Railway Recruitment: নিয়োগের স্থান-
পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারে এই নিয়োগ হবে বলেই খবর।
North-East Railway Recruitment: আবেদনের ঠিকানা-
অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- Recruitment Section, Principal Chief Personal Officer's Office, Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati
North-East Railway Recruitment: তারিখ-
আবেদন পাঠানোর জন্য শেষ তারিখ ৩ জানুয়ারি।