পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রকাশিত হল বহুপ্রতীক্ষিত রাজ্য লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
WBP Lady Constable Recruitment 2023: শূন্যপদ-
মোট ১৪২০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
WBP Lady Constable Recruitment 2023: যোগ্যতা-
মাধ্যমিক পাশ যোগ্যতার প্রার্থীকে বাংলা ভাষা লিখতে-পড়তে-বলতে জানতে হবে। দৈহিক উচ্চতা হতে হবে ১৬০ সেমি. এবং ওজন হবে ৪৯ কেজি।
WBP Lady Constable Recruitment 2023: বেতন-
বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।
WBP Lady Constable Recruitment 2023: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের জন্য ১৭০ টাকা লাগলেও সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে মাত্র ২০ টাকা।
WBP Lady Constable Recruitment 2023: সময়সীমা-
২৩ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত চলবে আবেদন জমার কাজ।