বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যের রামকৃষ্ণ মিশনে একাধিক পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে।
RKM Recruitment 2023: শূন্যপদ-
মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
RKM Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
ইংরাজি-সায়েন্স-বায়ো সায়েন্সে স্নাতক সহ বিএড ডিগ্রিধারীরা শিক্ষক পদে আবেদন করতে পারবেন। অন্যদিকে, অশিক্ষক পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
RKM Recruitment 2023: বেতন-
রাজ্য সরকারের পে কমিশনের সর্বশেষ নির্দেশিকা অনুসারে বেতন পাবেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা।
RKM Recruitment 2023: বয়স-
শিক্ষক পদে আবেদনের জন্য ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। অশিক্ষক পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।
RKM Recruitment 2023: আবেদন পদ্ধতি-
রামকৃষ্ণ মিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণের পর মালদা রামকৃষ্ণ মিশনের অফিসে গিয়ে জমা দিতে হবে।
RKM Recruitment 2023: আবেদন ফি-
সাধারণের জন্য আবেদন ফি ৫০০ টাকা, সংরক্ষিত প্রার্থীদের ৪০০ টাকা, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের লাগবে ৩০০ টাকা।
RKM Recruitment 2023: তারিখ-
আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল।