চাকরির সুযোগ। টিজিটি অর্থাৎ 'ট্রেনি গ্র্যাজুয়েট টিচার' বা পিজিটি অর্থাৎ 'পোস্ট গ্র্যাজুয়েট টিচার' নেওয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল টিচার নিয়োগ করা হবে।
শূন্যপদ- প্রথম দফায় ২৭১৫ টি পদ তৈরি করা হয়েছে। এই নিয়ে শিক্ষা দফতর ইতিমধ্যেই জারি করেছে বিবৃতি।
বেতন- প্রাথমিক শিক্ষকদের বেতন অনুযায়ীই নির্ধারিত হবে স্পেশাল এডুকেশন টিচারদের বেতন।
নিয়োগস্থল- রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে হবে নিয়োগ৷
অর্থ দফতরের ছাড়পত্র মিলেছে, মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে, দ্রুতই শূন্যপদে নিয়োগ হবে।