দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে উচ্চ-প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া। শুক্রবার থেকেই প্রার্থীদের কল লেটার পাঠানোর কাজ শুরু হয়েছে বলেই দাবি এসএসসি কর্তৃপক্ষের।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। উল্লেখ্য, এই চাকরিপ্রার্থীরাই ইন্টারভিউয়ের সুযোগ না পেয়ে হাইকোর্টের দারস্থ হন। শুক্রবার বিকেলের মধ্যেই তাঁদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের স্থান ও সময়, আশ্বাস সিদ্ধার্থ মজুমদারের।
আরও পড়ুন- TET Exam Form: শুক্রবার বিকেল থেকে পাওয়া যাবে টেটের ফর্ম, বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
২০১৪ সালের পর থেকে বিভিন্ন সময় নানা 'অজুহাত' খাড়া করে উচ্চ প্রাথমিকের নিয়োগ পিছিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ চাকরিপ্রার্থীদের। এমনকি, মেধাতালিকা তৈরি করেও বাতিল করা হয় বলেও অভিযোগ ওঠে।