চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি এবার রামকৃষ্ণ মিশন স্কুলে (RKM assistant teacher Recruitment 2023 details )। রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট টিচার
শূন্যপদ
২টি
শিক্ষাগত যোগ্যতা
বাংলা এবং গণিত দুটি বিষয়ে নিয়োগ করা হবে। প্রার্থীকে যে কোনও একটি বিষয়ে স্নাতক পাস সহ B.Ed সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে TET Certificate থাকতে হবে।
মাসিক বেতন
রাজ্য সরকারের ROPA- 2019 নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা
চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আরও পড়ুন - ডিআরডিও-তে ৩৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন জেনে নিন
আবেদন পদ্ধতি
যোগ্য চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১০ নভেম্বর ২০২৩