রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কর্মী নিয়োগ। ৪২০৮ জনকে নিয়োগ করা হবে। ১৫ এপ্রিল থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কী কী লাগবে, জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
মোট ৪২০৮ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। তবেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
নিয়োগ স্থল
দেশের কোনও প্রান্তে পোস্টিং হতে পাবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর। আবেদনের সর্বাধিক বয়স হতে পারে ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় আছে।
আবেদনের শেষ দিন
১৫ এপ্রিল থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ১৪ মে, ২০২৪। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা।
বেতন
রেলের আরপিএফ কনস্টেবলের পদে ন্যূনতম বেতন ৩৭,৪২০ টাকা। সর্বাধিক বেতন ৪৪,৪৬০ টাকা।