কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। টিকিট কালেক্টর, টাইপিস্ট সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-
মোট শূন্যপদ-
সারা দেশজুড়ে ১১ হাজার ৫৫৮টি শূন্যপদ রয়েছে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
টিকিট ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক, ট্রেন ক্লার্ক, টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্য়াকাউন্ট অ্য়াসিস্ট্যান্ট এবং সিনিয়ার ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
বেতন-
টিকিট ক্লার্কের বেতন- ২১ হাজার ৭০০ টাকা
অ্য়াকাউন্ট ক্লার্কের বেতন- ১৯ হাজার ৯০০ টাকা
জুনিয়র ক্লার্কের বেতন- ১৯ হাজার ৯০০ টাকা
ট্রেন ক্লার্কের বেতন- ১৯ হাজার ৯০০ টাকা
টিকিট সুপারভাইজার- ৩৫ হাজার ৪০০ টাকা
স্টেশন মাস্টার - ৩৫ হাজার ৪০০টাকা
গুডস ট্রেন ম্যানেজার- ২৯ হাজার ২০০ টাকা
জুনিয়র অ্য়াকাউন্ট অ্য়াসিস্ট্যান্ট- ২৯ হাজার ২০০ টাকা
টাইপিস্ট-২৯ হাজার ২০০ টাকা।
বয়সসীমা-
স্নাতক পদের জন্য আবেদনকারীর বয়সসীমা- ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
এবং UG পদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে- ১৮ থেকে ৩৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলির জন্য স্নাতক পাস করতে হবে আবেদনকারীদের। তবে কয়েকটি পদের জন্য ক্লাস ১২ উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।
আবেদন ফি-
ওই পদগুলির জন্য আবেদন ফি রাখা হয়েছে ৫০০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়, অনগ্রসর শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি রয়েছে।
আবেদনের শেষ দিন-
১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।